এই স্মার্টফোন গুলিতে খুব দ্রুত বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, কেন এবং কবে জানুন

whatsapp-service-is-going-to-stop-very-soon-on-these-smartphones-know-why-and-when
সেই ২০০৯ সাল থেকে যাত্রা শুরু হয়েছে খ্যাতনামা ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের। সময়ের ব্যবধানের মধ্যে নানান আপডেট ও ফিচারের মধ্যে দিয়ে বর্তমান আধুনিক রূপ নিয়েছে অ্যাপটি। বলা যেতে পারে মেটা কোম্পানি হোয়াটসঅ্যাপের দায়িত্ত্ব নেওয়ার পরে খুবই দ্রুত গতির সাথে পরিবর্তন হয়েছে। একাধিক ফিচার যুক্ত করা হয়েছে যা গ্রাহকদের খুবই কাজের। পূর্বে শুধু মাত্র কয়েকটি সুবিধা উপলব্ধ ছিলো।

নতুন ফিচার ও আপডেট যুক্ত হওয়ার ফলে কিছু হাতে গোনা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে খবর উঠে এসেছে। যার মধ্যে এন্ড্রোয়েড ও আইওএস উভয় ক্যাটাগরির যুক্ত রয়েছে। যে সব ফোন অ্যান্ড্রয়েড ৫.০ এবং আইওএস ১২ এর উর্দ্ধে আছে শুধু মাত্র সেই সব ডিভাইস গুলিতেই হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে। সর্ব মোট ৩৫টি ফোনের লিস্ট পাওয়া গেছে। যদিও এই খবরটি এখনও অব্দি অফিসিয়াল নয়। কোন কখন থেকে এই নিয়মটি শুরু হবে সেই বিষয়েও কোনো তথ্য আসেনি। 

(আরও পড়ুনঃ বর্ষার পানিতে আপনার স্মার্টফোনটি ভিজে গেলে কি করবেন?)

হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলা ৩৫টি ডিভাইস লিস্ট: 

iPhone 5, iPhone 6, iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE, Samsung Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom, Moto G, Moto X, Sony Xperia Z1, Xperia E3, LG Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7, Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890, Huawei Ascend P6 S, Ascend G525, Huawei C199, Huawei GX1s, Huawei Y625। 

উপরের উল্লেখিত লিস্টের মধ্য থেকে যদি আপনি কোনো ডিভাইস বর্তমান সময়ে ব্যবহার করে থাকেন আপনার উচিত হবে এক্ষুনি চ্যাট ব্যাকআপ নিয়ে রাখা এবং নতুন ডিভাইস নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। নয়ত আপনার গুরুত্ত্বপূর্ন চ্যাট ডিলিট হয়ে যাবে।

Post a Comment

Previous Post Next Post