বর্ষার পানিতে আপনার স্মার্টফোনটি ভিজে গেলে কি করবেন?

what-to-do-if-your-smartphone-gets-wet-during-monsoon
এখন চলছে বর্ষাকাল। বৃষ্টি হলেও সাধারণ মানুষকে বিভিন্ন কাজের তাগিদে বাড়ির বাইরে বের হতেই হবে। এই অবস্থায় যদি পকেটে থাকা স্মার্টফোনটি পানিতে ভিজে যায় তাহলেই বড়ো সমস্যা। কারণ ইলেকট্রিক ডিভাইসের অন্যতম বড় শত্রু হচ্ছে পানি। যা ভিতরে থাকা পার্টস গুলিকে খুব তাড়াতাড়ি অচল করে দিতে পারে। এর ফলে আপনার ফোনটি অকালে বিকল হয়ে যেতে পারে। তবে একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিছু বিষয় মাথায় রাখলে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। 

স্মার্টফোন বৃষ্টির পানিতে ভিজে গেলে কি করবেন? 

যদি স্মার্টফোনের ভিতরে পানি ঢুকে যায় তাহলে অযথা ঘাবড়াবেন না। ফোনের মধ্যে পানি প্রতিরোধকারী ফিচার দেওয়া থাকে। তাই সব সময় এমন স্মার্টফোন কিনুন যার মধ্যে এই ধরনের ফিচার আছে।

প্রথমেই আপনার ভিজে যাওয়া স্মার্টফোনটি দ্রুত সুইচ অফ করে ফেলুন। না শুকনো অব্দি কোনো মতেই চালু করবেন না। 

প্রত্যেকটি অংশ যেমন ব্যাটারি, সিম, চিপ ইত্যাদি খুলে ফেলুন এবং আলদা আলাদা করে রেখে এক শুকনো কাপড় বা তুলো দিয়ে আসতে আসতে মুছে ফেলুন। 

আপনার কাছে যদি হেয়ার ড্রায়ার বা তার মতো একই ধরনের কোনো যন্ত্র থাকে তাহলে সেটা দিয়ে ফোনের ছিদ্র গুলিতে হাওয়া দিয়ে পানি গুলিকে বের করার চেষ্টা করুন। 

আর একটি প্রচলিত পদ্ধতি আছে। শুকনো চাল যদি থাকে তাহলে তার মধ্যে ভিজে যাওয়া ফোনটি ভরে রাখুন। এতে করে পানি শুকিয়ে যাবে দ্রুত। 

আর পারলে রোদে অথবা হিটারের সামনে কিছু সময় রেখে দেন। এতে করে উষ্ণতার ছোঁয়াতে ভিতরে থাকা পানি শুকিয়ে যাবে। 

এই পদ্ধতি গুলি মেনে চলার পরেও স্মার্টফোনটি যদি কোনো ভাবে পুনরায় চালু না হয়। কোম্পানির সার্ভিস সেন্টারে অথবা আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে নিয়ে যান।

Post a Comment

Previous Post Next Post