বাজার কাঁপাতে নতুন রঙে হাজির হলো TVs NTORQ 125‌-এর দুটি মডেল

two-models-of-tvs-ntorq-launched-with-new-color
ভারতের যে সব মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা আছে তাদের মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে দখল নিয়েছে টিভিএস মোটর কোম্পানি (TVs Motors Company)। দেশ ছাড়িয়ে বিদেশেও বহু নামী কমিয়েছে চেন্নাইয়ের এই মোটরসাইকেল কোম্পানিটি। বেশ কয়েকটি ভালো মডেল উপহার দিয়েছে বিগত কিছু বছরে। যার মধ্যে স্কুটার বিভাগের টিভিএস এনটর্ক (TVs NTORQ) মডেল গুলো এখন সকলের পছন্দের হয়ে উঠেছে। 

তাই নতুন করে TVs NTORQ 125‌ ও Race XP এই দুই মডেলের নতুন কালার ও ডিজাইন যুক্ত করা হয়েছে। ফিচারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি। তবে নতুন ৪টি আকর্ষণীয় কালার লঞ্চ করেছে তারা। যার মধ্যে প্রথম মডেলে ৩টি এবং দ্বিতীয় মডেল ১টি কালার পেয়েছে। উভয় স্কুটারে আধুনিক ডিজাইন ও নকশা রয়েছে।।

TVs NTORQ 125‌ ও Race XP মডেলের দাম: 

টিভিএস এর এই দুর্দান্ত স্কিটার গুলি ইতিমধ্যেই দেশের বাজারে অনেক বিক্রি হয়ে গেছে। আশা করা হচ্ছে সদ্য লঞ্চ হওয়া নতুন মডেলে গুলোও সকলে অনেক পছন্দ করবে। TVs NTORQ 125‌ মডেলটির দাম শুধু হচ্ছে ৪৬,৮৭১ টাকা এবং দ্বিতীয় Race XP নামক মডেলের দাম ৯৭,৫০১ টাকা। এই স্কুটার গুলি ভারতে অবস্থিত যেকোনো ডিলারের কাছ থেকে কিনতে পারবেন।

(আরও পড়ুনঃ এবার আরও বেশি ছবি ও ভিডিও পোস্ট করার সুবিধা চালু হলো ইনস্টাগ্রামে)

TVs NTORQ 125‌ ও Race XP নতুন কালার: 

নতুন কালার হিসেবে NTORQ 125‌ মডেলের সঙ্গে যুক্ত হয়েছে টরকোইস ব্লু, নর্ডো গ্রে এবং হারলিকুইন ব্লু। সামনে এবং পিছনে আকর্ষণীয় ডিজাইন যুক্ত স্টিকার দেওয়া আছে। চোখ ধাঁধানো এই তিনটি কালারে মধ্যে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট। এগুলো স্কুটারের জৌলুস আরও অনেক গুণ বাড়িয়ে তুলবে। 

অন্যদিকে Race XP ভার্সনে এক মাত্র কালার হিসেবে পুরো বডিতে ডার্ক ব্ল্যাক কালার আছে, যার ফিনিশিং ম্যাটি ব্ল্যাক। স্কুটারের সামনের এবং পিছনের দিকে কিছুটা চেক ডিজাইন দেওয়া হয়েছে। সামনের এবং পিছনে উভয় চাকায় সম্পূর্ন লালা কালারে। 

Post a Comment

Previous Post Next Post