Realme C63 5G স্টোরেজ ও দাম:
সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনটিতে তিনটি ভিন্ন স্টোরেজে বিকল্প ও দুই ধরনের কালার আছে।
৪ জিবি + ১২৮ জিবি: ১০,৯৯৯ টাকা
৬ জিবি + ১২৮ জিবি: ১১,৯৯৯ টাকা
৮ জিবি + ১২৮ জিবি: ১২,৯৯৯ টাকা
কালারে ক্ষেত্রে দুই বিকল্প আছে ১) স্ট্যারি গোল্ড এবং ২) ফরেস্ট গ্রীন।
Realme C63 5G স্পেসিফিকেশন:
এতে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার মধ্যে পাবেন ১২০ হার্টেজ রিফ্রেশ রেট। এটি সেগমেন্টার সব থেকে গতিশীল ডিসপ্লে যুক্ত ফোন। প্রসেসরের রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট। চার্জিং এর জন্য আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা দেবে দীর্ঘমেয়াদি চলন ক্ষমতা।
ফোনকে ল্যাগ মুক্ত ও গেমিং ফাস্ট করার জন্য রয়েছে এআই বুস্ট ইঞ্জিন। ফটো, ভিডিও, সিনেমা, গুরুত্ত্বপূর্ন তথ্য স্টোর করার জন্য ১২৮ জিবি স্টোরেজ আছে। এই ফোনের ক্যামেরায় পিছনে আছে ৩২ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফির জন্য। এই ফোনটি ডিজাইনের দিক দিয়ে খুবই পাতলা ভাবে বানানো মাত্র ৭.৪৯ এমএম বডি। তাই সহজেই বহন করা যাবে পকেটে।
(আরও পড়ুনঃ বাজার কাঁপাতে নতুন রঙে হাজির হলো TVs NTORQ 125-এর দুটি মডেল)
এই স্মার্টফোনটি উন্নতি টেকনোলজি দিয়ে বানানো। রিয়েলমি কোম্পানি দাবি করেছে টানা ৪ বছর ল্যাগ মুক্ত ভাবে চলবে। আরও সুরক্ষা হিসেবে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেসিসটেন্স টেকনোলজি ও রেইন ওয়াটার স্মার্ট টাচ যার ফলে ফোনটি ভিজে থাকলে বা হাত ভিজে থাকেলও স্ক্রীন কাজ করবে সমান ভাবে।
এসব ছাড়াও Realme C63 ফোনের যে সব ফিচার আছে সে গুলি হলো, ডুয়েল সিম, এন্ড্রোয়েড ১৪ অপারেটিং সিস্টেম, হাইব্রিড স্লট, মাইক্রো এসডি, সিঙ্গেল ফ্ল্যাশ লাইট, টেন এক্স ডিজিটাল জুম, ৫জি নেটওয়ার্ক, ইউএসবি ২.০, ব্লুটুথ v৫.৩, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ৩.৫ এমএম অডিও জ্যাক ইত্যাদি।
Post a Comment