UPI‌ Circle Feature: বিনা একাউন্ট খুলেও করতে পারবেন অনলাইন পেমেন্ট, নতুন সুবিধা নিয়ে আসলো NPCI

you-can-make-online-payments-without-opening-an-account-npci-has-brought-new-facilities
ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অনলাইনে টাকা লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করার জন্য ইউপিআই সার্কেল (UPI‌ Circle) নামক নতুন একটি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে শুধু মাত্র একটা ইউপিআই একাউন্টের সাথে একাধিক একাউন্ট যোগ করে ব্যবহার করতে পারবে  মানুষ। মূলত ওয়াইফাই শেয়ার করার মতো অনেকটা। তবে এখানে কিছু নিয়ম ও বাধ্যবাধকতা আছে। 

ইউপিআই সার্কেল মূলত দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং মানুষের জন্য সহজ ভাবে উপলব্ধ করার জন্য চালু করা। এটি বিশেষ ভাবে কাজে লাগবে পরিবারের ক্ষেত্রে যেখানে ৪-৫ জনের সদ্য আছে। তাছাড়াও এমন অনেকেই আছে যারা আর্থিক কারণে ব্যাংক একাউন্ট খুলতে সক্ষম নয় বা এই ডিজিটাল পেমেন্ট সম্বন্ধে বিশেষ ধারণা নেই তাদের ক্ষেত্রে এটি খুবই উপকারী হবে। অনলাইনের টাকা আদান প্রদানকে আরও সহজতর করবে বলে মনে করা হচ্ছে। 

(আরও পড়ুনঃ Realme C63 5G: একদম সস্তায় ৫জি ফোন লঞ্চ করলো রিয়েলমি)

ইউপিআই সার্কেলের কিছু নিয়ম: 

১) প্রথমত একটা প্রধান একাউন্ট থাকবে যা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকবে তার সঙ্গে অন্যান্য একাউন্ট যোগ হবে। সর্বোচ্চ ৫ জন যোগ হতে পারবে। 

২) প্রধান একাউন্ট অন্যান্য একাউন্ট গুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে প্রধান একাউন্টের থেকে অনুমোদন নিতে হবে। 

৩) কিউআরকোড ও স্ক্যানার মাধ্যমে একাউন্ট যোগ করতে হবে। 

৪) প্রধান একাউন্ট ধরীকে লক্ষ রাখতে হবে যাদের সঙ্গে তার একাউন্ট যোগ করছে তারা যেন বিশ্বাসী হয়।

৫) অন্যান্য একাউন্ট গুলো মাসে সর্বোচ্চ ১৫০০ টাকা এবং ৫০০০ টাকার বেশি লেনদেন করতে পারবে না। 

৬) উভয় পক্ষকে আরবিআই গাইডলাইন মেনে চলতে হবে।

Post a Comment

Previous Post Next Post