Instagram Update: এবার আরও বেশি ছবি ও ভিডিও পোস্ট করার সুবিধা চালু হলো ইনস্টাগ্রামে

instagram-has-now-introduced-the-facility-to-post-more-photos-and-videos
এখন আর পাঁচটা সোশ্যাল মিডিয়ার মতো সকলের কাছে বিশেষ জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাপটি। এর মধ্যে বিশেষ কিছু সুবিধা আছে যা মানুষকে আকর্ষণ করে। ছবি ভিডিও পোস্ট থেকে শুরুর করে এমন সব ধরনের ফিচার উপলব্ধ আছে যা ব্যবহারকারীরা আশা করে থাকে। প্রায়শই নতুন ফিচার যোগের মধ্যে অ্যাপটির মধ্যে পরিবর্তন নিয়ে আসে কোম্পানি। 

আপনি যদি ইনস্টাগ্রামের ছবি ও ভিডিও পোস্ট করার শখ রাখেন তাহলে সুখবর। কারণ ইনস্টাগ্রামের এবার থেকে আরও বেশি ছবি ও ভিডিও একসঙ্গে পোস্ট করতে পারবেন। কিছু দিন আগেই এক্স (আগে টুইটার) প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম। তারা জানিয়েছে নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা এক পোষ্টে সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও পোস্ট করতে পারবে। এটি ফটো ডাম্প নামে পরিচিত। যেখানে একসঙ্গে বেশি কয়েকটি ছবি আপলোড করা যায়। এর আগে সর্বোচ্চ ১০টা পোস্ট করার সুবিধা ছিল। 

(আরো পড়ুন: এই স্মার্টফোন গুলিতে খুব দ্রুত বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ)

গত ৮ আগস্ট, বৃহস্পতিবার নতুন আপডেটটি গোটা বিশ্বের ইনস্টাগ্রাম গ্রাহকদের জন্য অফিসিয়াল ভাবে চালু হয়ে গেছে। আপনার অ্যাপের মধ্যে যদি এখনও এই সুবিধাটি উপলব্ধ না থাকে তাহলে প্লেস্টোর গিয়ে আপডেট করুন। আশা করি চলে আসবে।  

এই ধরনের নিত্যনতুন ফিচার ইনস্টাগ্রাম গ্রাহকদের বিশেষ প্রভাবিত করবে। সাধারণ মানুষ ছাড়াও লাখ লাখ ক্রিয়েটার আছে ইনস্টাগ্রামের যারা রোজ ছবি ও ভিডিও পোস্ট করে থাকে। মূলত তাদের জন্য এই নতুন আপডেটটি বিশেষ কার্যকরী হবে। আসন্ন সময় আরও নিত্যনতুন চমক নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে।

Post a Comment

Previous Post Next Post