ইন্টারনেট ছাড়া পাঠাতে পারেন ফটো ও ভিডিও, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

you-can-send-photos-and-videos-without-internet-whatsapp-is-bringing-new-features

জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেকে আরও বেশি সুবিধাজনক করে তোলার জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে তাদের ডেভেলপাররা। বিগত কিছু বছরে একাধিক বড়ো পরিবর্তনের মধ্যে দিয়ে অ্যাপের রূপ একদম বদলে দিয়েছে তাদের নিয়ন্ত্রক কোম্পানি মেটা। এটি এখন শুধু ম্যাসেজিং প্ল্যাটফর্ম নয়, আরও অনেক ফিচার যুক্ত রয়েছে একই অ্যাপের মধ্যে। 

এবার আরও একটি বড়ো আপডেটের মাধ্যমে নতুন এক ফিচার নিয়ে আসছে তারা, যার মাধ্যমে বিনা ইন্টারনেটে এক ফোন থেকে অন্য ফোনে ফাইল, ফটো, ভিডিও এবং অন্যান্য উপলব্ধ জিনিস দেওয়া নেওয়া করতে পারবে সহজেই। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অনেক আগেই শুরু করা হয়েছে, তাই এবার আইওএস ডিভাইসের জন্যও চালু হতে যাচ্ছে। তবে উভয় ডিভাইসের ক্ষেত্রে শেয়ারিং পদ্ধতি গুলি আলাদা আলাদা। 

(আরও পড়ুনঃ ফিচারের ঠাসা Samsung Galaxy M35 5G লঞ্চ হয়ে গেলো ভারতে, দাম ও স্পেসিফিকেশন জেনেনিন)

অ্যান্ড্রয়েডের ক্ষেতে এটি নিকটবর্তি ডিভাইসকে নিজ থেকেই খুঁজে নেবে আর আইওএস এর ক্ষেত্রে একটি কিউআরকোড থাকবে স্ক্র্যান করলে তবেই ফাইল শেয়ার করা যাবে। আর সিকিউরিটির জন্য এখানে এন্ড টু এন্ড এনক্রিপটেড কানেকশন থাকবে।

শুধু তাই নয় একই সঙ্গে এন্ড্রোয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ফাইল শেয়ার করতে পারবে, যা এর আগে সম্ভব ছিলো না।আইওএস গ্রাহকদের জন্য বর্তমানে ফিচারটি টেস্টিং পর্যায়ে আছে। খুব তাড়াতাড়ি এটি উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

 যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, বিশেষ করে যারা গুরুত্ত্বপূর্ন অনেক কাজ এই অ্যাপের মাধ্যমে করে থাকে তাদের জন্য নতুন ফিচারটি বিশেষ সুবিধা দেবে।
অনেক সময় ইন্টারনেট সমস্যার ফলে গুরুত্ত্বপূর্ন তথ্য দেওয়ার নেওয়া সম্ভব হয়ে ওঠেনা। এই ফিচারটি সেই সমস্যাকে মিটিয়ে দেবে। এটি সহজ এবং নিরাপদ পদ্ধতি।

Post a Comment

Previous Post Next Post