ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন কোম্পানির সিইও ভাবিস আগরওয়াল

the-ceo-of-the-company-bhavis-agarwal-gave-a-special-hint-about-the-electric-motorcycle


দেশের মুখ্য বৈদ্যুতিক বা ইলেকট্রিক স্কুটার নির্মাতা কোম্পানি ওলা ইলেকট্রিক। ভারতের বাজারে বেশ নাম কমিয়েছে বিগত কিছু বছরে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ। যার খোলাসা অনেক আগেই করেছে তারা বিগত বছরে একটি ইভেন্টের মাধ্যমে। যেখানে ৪টি আলাদা মডেল লঞ্চ করেছিল যাদের নাম হলো যথাক্রমে ১) ক্রুসার
২) এডভেঞ্চার ৩) রোডস্টার ৪) ডায়মন্ডহেড। এই চারটি মডেল গুলো আগামী ২০২৪-২৫ সালের মধ্যেই লঞ্চ হবে বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে রোডস্টার গাড়িটি এই বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। 

ওলা সিইও ভাবিস আগরওয়াল তার এক্স (পূর্বের নাম টুইটার) একাউন্ট থেকে গত বৃহস্পতিবার ইঙ্গিতপূর্ণ একটি ছবি পোস্ট করেছে। তিনি ক্যাপশনে লিখেছে 'Working on Something'। ছবিটি গুরুত্ব সহকারে দেখলে বোঝা যাচ্ছে, ওই মডেল গুলোর মধ্যে কোনো একটির সামনের অংশ। 

একটি বড়ো ব্যাটারি তার সঙ্গে বেশ কিছু সার্কিট ও ইলেকট্রিক তার এবং ঠিক নিচেই বাইকের চেন সিস্টেমের সামনের কিছু অংশ দেখা যাচ্ছে। ছবিটি থেকেই ধারণা করা হচ্ছে, সম্ভবত রোডস্টার মডেলের ব্যাটারির অংশ। কারণ গঠনের দিক দিয়ে অনেকটা মিল আছে। ২০২৪ সালের, সেপ্টেম্বর মাসে ওলার রোডস্টার মডেল লঞ্চ হওয়ার কথা আছে। যদিও খবরটি নিশ্চিত নয়। 

তবে ভাবিস আগরওয়ালের করা পোস্ট থেকে সেই নিশ্চয়তা অনেক গুণ বেড়ে গেলো। কারণ ছবি এবং মডেলের মধ্যে যে মিল পাওয়া যাচ্ছে সেটা থেকে বলা যেতেই পারে রোডস্টার মডেলের লঞ্চ শুধু সময়ের অপেক্ষা। এই সমস্ত তথ্য গুলি যদিও ধারণা ও চাক্ষুষ জিনিসের উপর নির্ভর। আসল খবরের খোলাসা সময় বলবে।

Post a Comment

Previous Post Next Post