TRAI: রিচার্জ প্ল্যান সস্তা করার জন্য নতুন প্রস্তাব পেশ করেছে টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া

telecom-regulatory-ruthority-of-india-has-introduced-new-proposals-to-make-recharge-plans-cheaper

সদ্য বেড়ে যাওয়া মোবাইল রিচার্জ প্ল্যানের দাম দেখে আতঙ্কে পরে যাচ্ছে দিন আনা দিন খায় মানুষ। বেশ ভালোই বেগ পেতে হচ্ছে ভারতে আম জনতাকে। উচ্চ দাম বৃদ্ধির ফলে অনেকের হয়তো ফোন ব্যবহার করা ছেড়ে দেবে। এই বিষয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বিরোধিতা করেছে। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স ( আগের নাম টুইটার) অ্যাপে হ্যাশট্যাগের মাধ্যমে নানান পোস্ট করতে দেখা যায়। 

এই বিষয়ে এবার হস্তক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। তারা দেশে মুখ্য টেলিকম কোম্পানি গুলিকে রিচার্জ প্ল্যানের বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, যাতে তারা ডেটা প্যাক ছাড়া শুধুমাত্র ভয়েস কল ও এসএমএস প্যাকের সুবিধা নিয়ে আসে। যাতে করে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে। 

এখন যে সব রিচার্জ প্ল্যান গুলো আছে বাজারে তার সবটাই ডেটা প্যাক, এসএমএস, ভয়েস কল এবং ওটিটি সাবস্ক্রিপশন সঙ্গে যুক্ত করা থাকে। যার ফলে না চাইলেও প্রয়োজনের থেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হচ্ছে বলে অভিযোগ অনেকের। 

দেশে এখনও লাখো মানুষ আছে যারা কিপ্যাড যুক্ত ফোন ব্যবহার করে। শুধু মাত্র কল করার জন্য এবং চালু রাখার জন্য রিচার্জ করে। সুতরাং এই সমস্ত গ্রাহকদের না চাইতেও সম্মিলিত রিচার্জ প্যাক নিতে হচ্ছে। ফলে পকেটে থেকে অপ্রয়োজনীয় টাকা বেরিয়ে যাচ্ছে। 

এখন দেশের প্রধান তিন টেলিকম কোম্পানি হচ্ছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi)। এরাই দেশের ৯০% নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। তাই ট্রাই এর তরফ থেকে কোম্পানি গুলিকে শুধু মাত্র ভয়েস ও এসএমএসএম প্ল্যান নিয়ে আসার জন্য অনুরোধ করেছে। 

এই বিষয়ে একটি কনসালটেশন পেপার বের করেছে। যার মধ্যে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে আগামী ১৬ আগষ্ট অব্দি। জনগণ এবং টেলিকম উভয় পক্ষের মতামত নেওয়ার পরেই ২৩ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে ট্রাই।

Post a Comment

Previous Post Next Post