Jio Bharat J1 4G: সস্তায় ফিচার ফোন লঞ্চ করলো রিলায়েন্স জিও, দাম ও ফিচার দেখুন

reliance-jio-has-launched-a-new-cheap-feature-phone-called-jio-bharat-j1

জিও ভারত সিরিজের সঙ্গে আরও একটু নতুন ফিচার ফোন যুক্ত হলো। নতুন মডেল হিসেবে লঞ্চ হয়ে গেলো 'Jio Bharat J1'। এটি ৪জি ফোন যার মধ্যে রয়েছে একাধিক ফিচার যা স্মার্টফোনের মধ্যেও দেখা যায়। জিও ভারত সিরিজের এটি পঞ্চম মডেল। মধ্যবিত্তদের জন্য একদম সঠিক ফোন। এতে সিনেমা, ভিডিও, স্পোর্টস হাইলাইট সহ একাধিক জিনিস দেখতে পারবে, সঙ্গে ইউপিআই পেমেন্টের সুবিধাও পাবেন

Jio Bharat J1 4G ফোনের দাম:  

Bharat J1 ফিচার ফোনটি দাম ১৭৯৯ টাকা। শুধু মাত্র অ্যামাজন অ্যাপ থেকে ফোনটি কিনতে পারবেন। বাকি অন্য জায়গায় উপলব্ধ নেই। রঙের ক্ষেত্রে একটি মাত্র ভাগ রয়েছে  ব্ল্যাক কালার।

Jio Bharat J1 4G স্পেসিফিকেশন:  

এতে রয়েছে ২.৮ ইঞ্চি স্ক্রিন এলসিডি টাইপ ডিসপ্লে যার রেজোলিউশন ক্ষমতা ৩২০×২৪০ পিক্সেল। ইনবিল্ড মেমোরি রয়েছে ১২৮ এমবি। এই ফোনের সিম লোক সিস্টেম করা হয়েছে। এতে সিঙ্গেল ন্যানো সিম ব্যবহার করা যাবে। আলোর জন্য এলইডি টর্চ ফোনের একদম মাথায়। এক্সপ্যানডেবেল মেমোরি পাবেন ১২৭ জিবি। 

ব্যাটারি ক্ষমতা ২৫০০ এমএএইচ। চার্জিং সিস্টেমর জন্য মাইক্রো ইউএসডি প্রয়োজন। অপারেটিং সিস্টেম আছে থ্রেড এক্স। অডিও জ্যাক ৩.৫ এমএম। এই ফিচার ফোন আপনি জিও টিভি অ্যাপের মাধ্যমে ৪৫৫টির বেশি দেশীয় ভাষায় চ্যানেল দেখতে পারবেন। 

জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সিনেমা, ভিডিও এবং  স্পোর্টস হাইলাইট দেখতে পারবেন। এই ফোনের মধ্যে জিও ইউপিআই অ্যাপ দেওয়া আছে যার মাধ্যমে অনলাইনের টাকা লেনদেন করতে পারবেন। সাউন্ড এলার্ট সিস্টেম দেওয়া আছে।  জিও চ্যাট অ্যাপে ভয়েস  ম্যাসেজ, গ্রুপ চ্যাট ও মেমোরি শেয়ার করতে পারবেন নিকট বন্ধু আত্মীয় ও পরিবারের সঙ্গে।

এই ফোনের সাথে ৪জি রিচার্জ প্ল্যান যোগ করা হয়েছে, যার মূল্য ১২৮ টাকা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের জন্য। সাথে আরও পাবেন আনলিমিটেড কল এবং মাসে ১৪ জিবি ইন্টারনেট ডাটা।

Post a Comment

Previous Post Next Post