তবে লঞ্চের আগে বিশেষ কিছু বিষয় প্রকাশ্যে এনেছে রিয়েলমি যার থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। এই বিষয়ে অফিসিয়াল পেজে একটি পোস্টের দিয়েছে কোম্পানি যেখানে এই স্মার্টওয়াচের বেশ কয়েকটা ফিচার ও ছবি প্রকাশ করেছে। এখান থেকে ওয়াচ এস২ সম্বন্ধে অনেকটা ধারণা পাওয়া যাবে। আসুন দেখি কি কি থাকছে নতুন ওয়াচের মধ্যে।
Realme Watch S2 ফিচারঃ
নতুন এই স্মার্টওয়াচের মধ্যে এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ করা হয়েছে। আপনি এআই ব্যবহার করে নিজের মতো করে ওয়াচের ডিসপ্লে কে কাস্টোমাইজ করতে পারবেন। একটি এআই ভয়েস আসিস্টেন্স থাকবে যার মাধ্যমে ওয়াচটি পরিচালনা করতে পারবেন।
এতে ১১০+ স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এতে আইপি৬৮ রেটিং রয়েছে যা ধুলো বালি ও পানি থেকে নিরাপদ রাখবে। একবার সিঙ্গেল চার্জ ২০ দিন অব্দি চলতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানি। এই স্মার্টওয়াচের ব্যাটারি ক্ষমতা ৩৪০এমএএইচ।
(আরও পড়ুনঃ ইন্টারনেট ছাড়া পাঠাতে পারেন ফটো ও ভিডিও, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ)
ডিজাইনের দেখলে এই ওয়াচটি মুখটা গোলাকার যা আমরা পোস্টের ছবিতে দেখতে পাচ্ছি। তাছাড়া রিয়েলমি আরও কিছু পোস্টের তাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলিতে পোস্ট করেছে যেখানে তিনটে আলাদা রকমের ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে। যার মধ্যে একটা স্টিলের বডি দ্বারা বানানো ডিজাইন ও বাকি দুটো রাবার ব্যান্ডের।
রিয়েলমি ওয়াচ এস২ আগাম সেল শুরু হয়ে গেছে। এতে যোগদান করার জন্য রিয়েলমি R-Pass কিনতে হবে ২০০ টাকা মূল্যে । এটা ব্যবহার করতে ৭০০ টাকা ডিসকাউন্ট পাবে ওয়াচ ক্রয়ের উপরে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি ওয়েবসাইট থেকে বিক্রি শুরু হবে। বাকি তথ্য লঞ্চে পরে জানতে পারবেন।
Post a Comment