ফিচারের ঠাসা Samsung Galaxy M35 5G লঞ্চ হয়ে গেলো ভারতে, দাম ও স্পেসিফিকেশন জেনেনিন

feature-packed-samsung-galaxy-m35-5g-launched-in-india-know-price-and-specifications

ভারতে ৫জি স্মার্টফোন লঞ্চের দৌড়ে যেন ঘোড়ার মতো ছুটছে স্যামসাং। বুধবার অফিসিয়াল ভাবে নতুন গ্যালাক্সি স্মার্টফোন লঞ্চ করলো। যার ফিচার গুলো মুগ্ধ করবে সকলকে। যার মধ্যে প্রধান আকর্ষণ এর বিশাল শক্তিশালী ব্যাটারি ক্ষমতা সাথে আছে, কুলিং সিস্টেম, গোরিলা গ্লাস, আকর্ষণীয় ডিজাইন ইত্যাদি। তাই কোম্পানি ‘Must be a Monster’ ট্যাগলাইন দিয়েছে।

Samsung Galaxy M35 5G ফোনের দাম  

তিনটি আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে ফোনটি, যার প্রথমটা ৬জিবি+১২৮জিবি যার দাম  ১৯,৯৯৯ টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্ট ৮জিবি+১২৮জিবি এর দাম ২১,৪৯৯ টাকা এবং শেষ স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮জিবি+২৫৬ জিবির দাম ২৪,৪৯৯ টাকা।

নতুন এই Samsung Galaxy M35 স্মার্টফোনের বিক্রি  ২০ জুলাই (শনিবার) থেকে শুরু হবে। কিনতে ইচ্ছুক ব্যক্তিরা অ্যামাজন শপিং অ্যাপ, স্যামসাং ওয়েবসাইট অথবা কোম্পানি নির্ধারিত রিটেল স্টোর গুলো থেকে কিনতে পারবেন। এই দিন লঞ্চ অফার হিসেবে বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা, এর ৬জিবি+১২৮জিবি স্টোরেজ  ভ্যারিয়েন্টটি ১৫,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।

Samsung Galaxy M35 স্পেসিফিকেশন

ডিসপ্লে: সদ্য লঞ্চ হওয়া ফোনটির স্পেসিফিকেশনের দিকে চোখ রাখলে এতে আছে ১৬.৮৩ সেমি এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন ক্ষমতা ১০৮৯ × ২৩৪০ পিক্সেল। সাথে এর  রিফ্রেশ রেট ১২০ হার্টেজ এবং কালার ডেপ্থ ১৬এম।

(আরও পড়ুনঃ ৩৯৫ দিনের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো বিএসএনএল, কি কি সুবিধা পাচ্ছেন দেখুন)

ক্যামেরা: তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনের পিছনের দিকে। যথাক্রমে ৫০ মেগাপিক্সেল ওআইএস ওয়াইড অ্যাঙ্গেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। কিছু ফিচার রয়েছে যেমন অটো ফোকাস, ১০× ডিজিটাল জুম, ওআইএস ইত্যাদি। সামনে সেলফির তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল।

ব্যাটারি: Galaxy M35 মডেলের জন্য বিশাল ব্যাটারি দিয়েছে কোম্পানি। এতে ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে যা দুই দিন অব্দি চলতে সক্ষম। তবে চার্জিং এর জন্য আলাদা ভাবে ২৫ ওয়াট চার্জার বিক্রি হবে। যা আলাদা করে কিনতে হবে।

প্রসেসর: এতে সিপিইউ টাইপ অক্টাকোর ও এক্সিনোস ১৩৮০ প্রসেসর যুক্ত আছে। যা দেবে দ্রুত গতি ও মসৃণ অভিজ্ঞতা। এই স্মার্টফোনের অ্যানটুটু স্কোর ৫৯৫কে প্লাস।

ফোনের কালার: তিনটি কালার নিয়ে লঞ্চ হয়েছে, মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু ও থাণ্ডার গ্রে।

ট্যাপ এন্ড পে: এতে স্যামসাং কোম্পানির ট্যাপ এন্ড পে ওয়ালেট ফিচার দেওয়া হয়েছে। যার মাধ্যমে সহজেই পে করা যাবে অনলাইনে। এটি দ্রুত এবং সুরক্ষিত।

অন্যান্য: এতে করনিং গোরিলা গ্লাস ভিকটাস প্লাস দেওয়া আছে। যাতে ফোন মাটিতে পরে গেলে কোনো ধরনের আঘাত লাগলে ক্ষতি বা আঁচড় না থেকে রক্ষা পায়।  ফোনকে যাতে ঠান্ডা রাখা যায় তার জন্য ভেপার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। সাউন্ড সিস্টেমে ডলবি অ্যাটমোসের স্পিকার আছে।  অপারেটিং সিস্টেমে চলবে এন্ড্রোয়েডের মাধ্যমে। 

এর কুইক শেয়ার ফিচার দিয়ে দ্রুত ডাটা আদানপ্রদান করা যাবে এক ফোন থেকে অন্য ফোনে। ফোনের সিকিউরিটির জন্য আছে কেনক্স ভ্লোট। এই ফোনের জন্য ৪ জেনারেশন ওএস আপগ্রেড ও ৫ বছরে সিকিউরিটি আপগ্রেড পাবে। এক্সটার্নাল স্টোরেজ আছে ১ টিবি অব্দি। এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে। ইউএসবি টাইপ সি এবং ব্লুটুথ ভার্সন ভি৫.৩ দেওয়া হয়েছে। ফোনটির ওজন ২২২ গ্রাম।

Post a Comment

Previous Post Next Post