BSNL Recharge Plan 2024: ৩৯৫ দিনের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো বিএসএনএল, কি কি সুবিধা পাচ্ছেন দেখুন

bsnl-has-launched-a-new-prepaid-plan-of-395-days-know-what-benefits-you-will-get

ভারতে মোবাইল ফোনের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পরে সবাই বিএসএনএল (BSNL) কোম্পানির দিকে ঝুঁকছে। সিম নেওয়ার এবং পোর্ট করার জন্য দোকানে দোকানে ভিড় লেগে যাচ্ছে, কারণ বাকিদের তুলনায় রিচার্জ অনেক সস্তায় দিচ্ছে। এরই মাঝে আরও একটি নতুন রিচার্জ প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল যার বৈধতা ১ বছরেরও উপরে, সঙ্গে ইন্টারনেট, কলিং ও এসএমএস সহ অতিরিক্ত কিছু সুবিধাও পাবেন গ্রাহকরা। আসুন এই রিচার্জ প্ল্যান সম্বন্ধে বিস্তার ভাবে জানি।

বিএসএনএল ৩৯৫ দিনের রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটি মূল্য ২৩৯৯ টাকা, যার বৈধতা ৩৯৫ দিনের জন্য। সাথে পাবেন প্রত্যহ ২ জিবি করে ইন্টারনেট ডাটা, ১০০টি এসএমএস সুবিধা এবং আনলিমিটেড কলিং। এগুলো ছাড়াও আরও অতিরিক্ত সুবিধা হিসেবে পাবেন  বিএসএনএল টিউন, জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট, গেমইউম, হার্ডি গেমস। বিষদ জানতে প্লেস্টোর থেকে বিএসএনএল সেলফকেয়ার অ্যাপ ডাউনলোড করুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bsnl.co.in দেখুন।

কি ভাবে বিএসএনএলে সিম পোর্ট করবেন?

খুবই সহজেই নিজের মোবাইল থেকে বিএসএনএল সিমে পোর্ট করতে পারবে। তার জন্য আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে। প্রথমে ফোনের ম্যাসেজ বিকল্প গিয়ে ইংরেজিতে ‘Port’ লিখুন তারপর নিজের  মোবাইল নম্বরটি লিখুন এবং পাঠিয়ে দিন ১৯০০ নম্বরে।

অথবা দ্বিতীয় পদ্ধতিতে অফলাইনে করা যাবে। তার জন্য আপনার কাছাকাছি যেকোনো বিএসএনএল এর রিটেলারের কাছে ইউপিসি কোড ও অরিজিনাল আইডি কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Post a Comment

Previous Post Next Post