BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ, পিছিয়ে গেলো ৪জি লঞ্চের দিনক্ষণ, কবে জানুন

bad-news-for-bsnl-customers-4g-launch-date-delayed

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল দেশের একমাত্র সরকারি ইন্টারনেট প্রদানকারী সংস্থা। যাদের চলতি বছরেই ৪জি ইন্টারনেট লঞ্চের কথা ছিলো কিন্তু সেই পরিকল্পনা আরও অনেকটা পিছিয়ে গেলো। তার পরিবর্তে ২০২৫ সালে, জুলাই মাসে টাওয়ার বসানোর কাজ শেষ করবে বলে খবর উঠে এসেছে। 

গত ২৪ জুলাই, বৃহস্পতিবার পার্লামেন্টে এক অধিবেশ থেকে এমনটাই জানিয়েছে ভারতে সরকার। গ্রাহক সংখ্যা এবং আর্থিক পরিস্থিতি কম হওয়ার ফলে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তুলনামূলক ভাবে অনেকটা পিছিয়ে গেছে বিএসএনএল, যেখানে অন্যান্য টেলিকম সংস্থা গুলি ৫জি পরিষেবা দিতে শুরু করেছে যেখানে এখনও অব্দি ৪জি চালু করতে পারেনি তারা। 

তবে এই দিন পার্লামেন্টে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাধিয়া সিন্ধিয়া আশ্বাস দিয়ে বলেছে,“আমরা গর্বিত হওয়া উচিত যে ভারত তার নিজস্ব ৪জি গড়ে তুলছে, আমরা অধীর আগ্রহের সাথে অপেক্ষায় আছি এই টেকনোলজিকে আপন করে নিতে।"  

ভারতে ১ লক্ষ মোবাইল টাওয়ার বসানো পরিকল্পনা নিয়েছে বিএসএনএল। যাতে করে প্রত্যেক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যেই সব মিলিয়ে ১ হাজার টাওয়ার বসানোর কাজ শেষ হতে গেছে। দেশের বড়ো শহর গুলিতে ৪জি ইন্টারনেট চালু করার মধ্যে দিয়ে নিজেদের পরিষেবা কে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে।  

কিছু দিন আগেই বাজেটে বিপুল পরিমাণ টাকা দেশের টেলিকম খাতের উন্নতির জন্য ব্যয় করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যার মধ্যে থেকে একটা বড়ো অংশ বিএসএনএল কোম্পানির কাছে যাবে। এই আর্থিক সাহায্য তাদের কাজ এবং পরিকল্পনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Post a Comment

Previous Post Next Post