আপনার ওয়াইফাই কি ধীর গতিতে কাজ করছে? এই পদ্ধতি গুলি মেনে চলুন তাহলে রকেটের গতিতে ছুটবে

If-your-wifi-speed-is-slow-do-these-things-to-speed-it-up

ইন্টারনেট দুনিয়া মানে গতির খেলা। এখানে ধীর হওয়া মানেই পিছিয়ে যাওয়া। আপনার ওয়াইফাই এর গতিও যদি দ্রুত না হয় তাহলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে। এতে আপনি শান্তির সঙ্গে ভিডিও দেখতে পারবেন না। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারবে না। আপনি যদি স্ট্রিমার, গেমার বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশাল সমস্যার কারণ হয়ে যাবে মন্থর গতির ইন্টারনেট।

তবে চিন্তার কারণ নেই। এই বিষয়টি সুধু আপনার ক্ষেত্রে নয়, অনেকেরই সাথে হয়ে থাকে। তাই এর কিছু কারণ ও সমাধান আছে। যেগুলি করতে পারলে আপনার ওয়াইফাইয়ের গতি বাড়ানো সম্ভব। আসুন চটপট জানি সেই বিষয় গুলো।

১) আপনার ওয়াইফাই গতি অনেক সময় নির্ভর করে কতজন ব্যবহার করছে তার উপরে। একই সময়ে অধিক মানুষ একসঙ্গে ব্যবহার করলে ইন্টারনেট গতি কমে যায়। সুতরাং নজর রাখতে হবে যাতে কম সংখ্যক মানুষ কানেক্ট করে।

২) বাড়িতে লাগানো রাউটারের অধিক বয়স অনেক সময় গতি কম হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফাই ভার্সন আপডেট করা উচিত। কারণ এখন কিছুদিন অন্তর নতুন ভার্সন বের হয়, আপডেট হতে থাকে। তাই সময়ের সাথে সাথে  সেটিকেও নতুন ভার্সনের পরিবর্তন করতে হবে।

৩) যদি আপনার রাউটার খুবই পুরোনো হয়ে থাকে তাহলে আপনার উচিত সেটি পরিবর্তন করা নতুন একটা নিয়ে আসা। কারণ আগেকার থেকে বর্তমানে যে সব রাউটার বেরিয়েছে সে গুলো আরও বেশি গতি ও শক্তিশালী হয়ে থাকে।

৪) সব সময় চেষ্টা করুন রাউটারটি ফাঁকা জায়গা করে রাখতে। কারণ কোনো জিনিসের বাধা পাচ্ছে এমন জায়গায় রাখলে অনেক সময় ইন্টারনেট গতি ধীর হয়ে যায়।

৫) রাউটারের সেটিংস ভুল থাকার ফলে অনেক সময় আপনার ধীর গতির ইন্টারনেট অনুভব করতে পারেন। তাই সেটিংস সব সময় সঠিক রাখার চেষ্টা করবেন।

৬) আপনার রাউটার বক্সের সঙ্গে লম্বা তার ব্যবহার করুন। এতে করে ইন্টারনেটের গতি কম হওয়ার সম্ভাবনা থাকে না

Post a Comment

Previous Post Next Post